চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ ৩জন মৃত্যুবরণ করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ব্যক্তি মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঈসারুহুল্লা বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে ৩ এপ্রিল তাজুল ইসলাম, ৭ এপ্রিল রহিমা খাতুন ও মনির চৌধুরী ভর্তি হন। এদিকে ২০২০ সালের ৯ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক বছরে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৪৬৩ জন। তার মধ্যে মারা গেছেন ৯৭ জন। আর চিকিৎসাধীন আছেন ৪৫২ জন।