ক্যাপশন নিউজ : শিক্ষা প্রতিষ্ঠানে চলছে লম্বা ছুটি। স্কুল খোলার ঘোষণা দিলেও বারবার পাল্টাতে হচ্ছে দিন-তারিখ । করোনাকালে ঝুঁকি নেয়াটা যেন সময়ের ব্যাপার। আর বন্দী অবস্থায় থাকতে চায় না শিশু-কিশোররা ।
সুযোগ পেলেই মা-বাবাকে ফাঁকি দিয়ে রাস্তায় বা মহল্লার আশেপাশের গলিতে বেরিয়ে পড়ে ওরা। মুখের মাস্ক নেইতো কী হয়েছে ! আড্ডা আর হৈ-হুল্লোড়তো আর দমে যাবে না। এমনই এক চিত্র রাজধানীর নবীনগর গলি থেকে আজ রাত পৌনে ৮টায় ক্যামেরাবন্দী করেছেন শিকড় সন্ধানে’র ফটোসাংবাদিক মো. হিরা।