ডেস্ক রিপোর্টঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ৩য় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাশ তুলে নিয়েছেন সেঞ্চুরি।
তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেনে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাশ। কার্ল মাম্বার বলে সিকান্দার রাজার হাতে বন্দী হওয়ার আগে ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন।
শেষ পযর্ন্ত বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৩ উইকেট হারিয়ে মোট ৩২২ সংগ্রহ করেন বাংলাদেশ।