নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাসিনা গাজীকে সংবর্ধনা দেওয়া হয়।
৫ মার্চ শুক্রবার তারাবো পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে রূপসী নিউ মডেল স্কুলের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিসিবি, যমুনা ব্যাংকের ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল কলি, আব্দুল আজিজ, তাবিবুল কাদির তমাল, আলহাজ্ব হাবিবুর রহমান, ফিরোজ ভুঁইয়া ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন প্রমুখ।
পরে তারাবো পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসিনা গাজীর হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএন/মাসুম