মহানগরীর বিভিন্ন এলাকার বিল্ডিং এ নিরাপত্তাহীনভাবে অনেকেই ফুল বা ফলের টব সাজিয়ে রাখেন। ভবনের উপরে বা দেয়ালের পাশে কিংবা বারান্দায় সুরক্ষিত উপায়ে গ্রীলের ভেতর এভাবে টবে ফুলের চাষে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারেন। ছবিটি ডিএসসিসি’র নবীনগর এলাকা থেকে তুলেছেন ফারুক আহমেদ মনির।