স্বাধীন বার্তা২৪ ডেস্কঃ বিশ্বে মহামারি নভেল করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতির চাকা প্রায় আচল হয়ে গেছে। আর এই অচল অর্থনীতি একটু সচল করতে আবার এক ধাপ বাড়াল দেশের ব্যাংক লেনদেন সময়। করোনা সংক্রমণ এড়াতে দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এই ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে সীমিত আকারে ব্যাংকের লেনদেনের সময় আরও এক ধাপ বাড়াল বাংলাদেশ ব্যাংক।
আধা ঘণ্টা সময় বাড়ায়, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, আগামী ১০ মে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হবে।
এর মধ্যে দুপুর পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হয়েছে।