স্বাস্থ্যবিধির শর্ত মেনে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দোকান মার্কেট ও শপিংমল খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি না থাকায় যেসব মার্কেট এখনও খোলা হয়নি তা শীঘ্রই চালু করা হতে পারে। মূলত ঈদের ব্যবসা ধরতে করোনা ঝুঁকি মাথায় নিয়ে মার্কেট, বিপণিবিতান, শপিংমল ও ফ্যাশন হাউসগুলো খুলে দেয়া হচ্ছে।
এছাড়া ডেমরা, যাত্রাবাড়ী, গুলিস্তান, এ্যালিফ্যান্ট রোড, মিরপুর রোড ও পুরান ঢাকার বংশাল, নয়াবাজার, ওয়ারী, মিটফোর্ড ও বুড়িগঙ্গা নদীর ওপারের কেরানীগঞ্জের মার্কেটগুলো চালু করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই দোকানপাট খুলে বসেন ব্যবসায়ীরা। ঢাকার রাস্তায় চলাচল করছে বাস ও ভারি যানবাহন, রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি, লেগুনা, টেম্পো, পিকাপ ও ব্যাটারিচালিতরিক্সাসহ অন্য যানবাহন। ঈদ সামনে রেখে বেচা বিক্রি ভাল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ্যালিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। এদিকে ঢাকার বাইরে দেশের অন্যান্য স্থানেও মার্কেট শপিংমল খুলছে আজ।
এসএস/মনির